![]() |
ভালবাসার সংজ্ঞা |
আবেগ, যেটি আমাদেরকে নতুনভাবে ভাবতে শেখায়, স্বপ্ন দেখতে শেখায়, ত্যাগ, তিতীক্ক্ষা, ধৈর্য্য শেখায়।
ভালোবাসা শুধুমাত্র প্রণয় থেকে হয়না।
ভালোবাসা স্নেহ, মায়া, মমতা থেকেও আসে।
নতুন একটি শিশুর জন্ম হলে মা তাকে লালন
পালন করে। শিশুটি সময়ে অসময়ে জ্বালাতন করে। কাঁদে, ঠিকমত ঘুমায় না, খায়না ইত্যাদি। ইত্যাদি। কিন্তু, এতকিছুর পরেও যে কারণে মা, তার সন্তানটিকে ফেলে রেখে যেতে পারেনা। তা হল, ভালোবাসা।
অনেক সময় ভালোবাসা আসে শ্রদ্ধা, সম্মান থেকে। যেমন: আমরা আমাদের বাবা-মা, দাদা-
দাদীকে শ্রদ্ধাভরে ভালবাসি। প্রণয় অর্থেই হোক, আর মায়া-মমতা-সম্মান অর্থেই হোক, ভালবাসা মানে হল কারো ভাল চাওয়া।