Koster Kotha | তুমি বলেছিলে আসবে | Sad | Love Story | Emotional Shayari ~ WriterMosharef

Koster Kotha | তুমি বলেছিলে আসবে | Sad | Love Story | Emotional Shayari 🌸তুমি বলেছিলে আসবে🌸


এইতো বছর খানিক আগে কোন এক বর্ষার শেষ লগ্নে

তুমি কথা দিয়েছিলে- তুমি আসবে।

নীল শাড়ি আর কাঁচের চুড়িতে সেঁজে

নদীর তীরবর্তী কাশবনের অভয়ারণ্যে।


চারদিকে শরতের আগমনের ডামাডোল বাঁজবে সেদিন।

নীল আকাশ জুড়ে শুভ্র সাদা মেঘের ছোটাছুটি খেলা।

মৃদ্যু বাতাসে শ্বেত কাশফুলের হেলে দুলে পড়া।

কি অপূর্বই না সেই দৃশ্য।


ভেবেছিলাম হাটু গেড়ে বসে শরতের প্রথম

একগুচ্ছ কাশফুল তোমায় দিবো।


আর জানিয়ে দিবো হৃদয়ের গহীনের অপ্রকাশিত ভালবাসার কথা।


জানি তুমি জানতে- কি বলবো আমি।

কেননা তুমি ছাড়া কেইবা আমায় ভালো জানে!


এমনি ভেবে ভেবে তোমারই প্রতিক্ষায়

কেটেছিল সেদিন সময়,

ঘনিয়েছিলো সন্ধ্যাবেলা,

জানিনা ঐ দিনের সন্ধ্যা নাকি জীবনের!


আমি একাই দেখেছিলাম সেদিন

মেঘের ছোটাছুটি খেলা,

কাশফুলের হেলে দুলে নুয়ে পড়া।

আর চিরদিনের জন্য ঢাকা পড়ে গেছে

আমার মনের অব্যক্ত ভালবাসার কথা।


থাকুক না’হয় অব্যক্ত!

সব ভালবাসা যে পূর্ণতা পায় না।

কিছু ভালবাসা জমা থাকে হৃদয়ের কোনে,

অমরত্বের টানে.!


          

Previous
Next Post »