Koster Kotha - জীবনের চরম কিছু সত্য কথা - Life Quotes ~ WriterMosharef

Koster Kotha - জীবনের চরম কিছু সত্য কথা - Life Quotes


 

যারা প্রেমিকার ব্রায়ের সাইজ কিংবা চেহারার রং দেখে রিলেশন করে তারা আর যাইহোক  প্রেমিক নয়।


প্রকৃত প্রেমিকরা কখনো রাত গভীরে প্রিয় মানুষের  কাছে  অশ্লীল ছবি চায় না! জানতে চায় না  ব্রায়ের সাইজ কত? অথবা বেহায়ার মতো জানতে চায় না সুস্থ আছো নাকি পিরিয়ড চলছে।


যদি কোনো প্রেমিক এইসবের কোন একটা চায়! 

তবে বুঝে নিবেন সে আর যাইহোক আপনার প্রকৃত প্রেমিক নয়।


সে আপনাকে নয় আপনার  দেহকে ভালোবাসে।


প্রকৃত প্রেমিকরা কখনো  তার প্রেমিকার দিকে কুদৃষ্টিতে তাকায় না! কখনো  বলে না তার প্রিয় মানুষটাকে অশ্লীল বা অসম্মান জনক কোনো

কথা।


প্রকৃত প্রেমিকরা কখনো  ভালোবাসাকে অপবিত্র করে না।


কখনো নগ্নতা চায় না প্রেমিকার কাছে।


প্রকৃত প্রেমিকরা  ভালোবাসাটাকে সম্মান করতে জানে, জানে  প্রিয়তমাকে হাসিখুশি সুখে রাখার সব কৌশল।


প্রকৃত প্রেমিকরা জানে প্রেমিকার পায়ের তলা থেকে মাথার চুল পর্যন্ত সবটুকু শুধুই তাঁর জন্য‌।


তাই তাদের জানতে হয় না প্রমিকার  গোপন কোনো তথ্য! বিয়ের আগে দেখতে হয় না প্রেমিকার  গোপন অঙ্গের ছবি।


যে সকল প্রেমিক ছেড়ে চলে যাওয়ার  উদ্দেশ্য নিয়ে  সম্পর্কে আবদ্ধ হয় তারাই কেবল প্রেমিকার গোপন অঙ্গের ছবি চায়!


নির্লজ্জের মত জানতে চায় প্রেমিকার গোপন তথ্য।


বর্তমানে প্রেমের নামে নোংরামি করা সহজ কিন্তু  প্রকৃত প্রেমিক  হয়ে পাশে থাকা সহজ নয়।

Previous
Next Post »