Sad Valobashar Kotha | Bangla Love Story 2020 ~ WriterMosharef

Sad Valobashar Kotha | Bangla Love Story 2020


 জীবনে এমন কিছু সুন্দর মুহূর্ত থাকে যা সব সময় স্বরণীয় থেকে যায়।


হোক সেটা প্রিয়জনের সাথে কিংবা বিশেষ কারো সাথে কাটানো মুহুর্ত।


কিছু স্মৃতি থাকে যা মনের অগোচরে রয়ে যায় যুগ যুগ ধরে। চাইলেও আর স্মৃতি গুলো মুছে ফেলা সম্ভব হয়না।


কিছু মানুষ জীবনে এসে রাঙিয়ে দেয় জীবন নতুন করে। আবার কিছু মানুষ হারিয়ে যায় সময়ের সাথে সাথে কিংবা পরিস্থিতির শিকার হয়ে।


কিছু মায়া, বন্ধন, বন্ধুত্ব ভালোবাসা একান্তই মনের গভীর থেকে হয়।


চাইলেও আর কখনো সেই মায়া কাটিয়ে ওঠা সম্ভব হয় না।


মানুষ হারিয়ে যায় তবুও বদলায় না মায়া,বন্ধন, বন্ধুত্ব,ভালোবাসা।


কিছু সময় আসে একান্তই খারাপ সময়।


আর সেই সময়টাতেই কাছের মানুষ গুলোকেই নতুন করে চেনা যায়।

Previous
Next Post »