Koster Kotha - Sad Valobashar Kotha - Bangla Love Story 2020 ~ WriterMosharef

Koster Kotha - Sad Valobashar Kotha - Bangla Love Story 2020

 শহর বড়ই ব্যস্ত, খালি ছুটছে।

ইঁট, বালি, কংক্রিটের ভিড়ে দম আটকে আসে।
কিছু খুচরো প্রেমের আনাগোনা আর মিথ্যেদের আস্কারা জুটছে।


পাশে থাকবো বলেও কেউ থাকেনা পাশে।

মেঘ জমে, তবে সেটা বুকের ভেতর, একটু একটু করে।


বৃষ্টি নামে দৃষ্টি হতে, কপোল দুই জুড়ে।

আবেগ শুধুই হাত বাড়ায়, হাত ধরে রাখতে জানে না, ছুঁয়ে দেখার ছল কেবল, আগলে রাখতে পারে না।


সাক্ষী সেসব অলিগলি, ভাবায় বারবার,

কথা ছিলো থেকে যাওয়ার, তবে কেন আজ সব ছারখার ?


ধোঁয়াশায় ছেয়ে গেছে আকাশ, তারা গুলো আজ দিশাহীন, চাঁদ ভাবে এই কলঙ্কের জন্য কার কাছে তার ঋণ!

Previous
Next Post »